তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা বিদেশ থেকে যে আয় আনেন, তাতে কোনো ধরনের উৎস কর কাটা হবে না বলে স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। ১০ শতাংশ কর দেওয়া নিয়ে আলোচনার মধ্যে রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক পরিপত্রে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, “আয়কর আইন-২০২৩ এর ১২৪ ধারা এর (২) (অ) এবং ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ২১ অনুযায়ী আইটি ফ্রিল্যান্সিং খাত হতে কোনো উৎসে কর কর্তন করা যাবে না।”
এর আগে গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, আয়কর আইন-২০২৩ অনুযায়ী সেবা ও রাজস্ব ভাগাভাগির (রেভিনিউ শেয়ারিং) মতো আয়সহ সব ধরনের ব্যবসায়িক আয় দেশে আনতে ১০ শতাংশ কর দিতে হবে। উৎস কর হিসেবে কেটে নেওয়া এ অর্থ সরকারি কোনো ব্যাংক হিসাব নম্বরে জমা করতে হবে তা নির্ধারণ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কর অঞ্চল ১১ এর নির্ধারণ করে দেওয়া কোডের বিপরীতে কেটে রাখা উৎসে কর জমা করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
প্রবাসী আয় ছাড়া অন্য যে কোনো ধরনের ব্যবসায়িক আয়, সেবা খাতের আয় বা বিদেশে বিনিয়োগ করা অর্থের বিপরীতে প্রাপ্ত লভ্যাংশসহ যে কোনো ধরনের আয় দেশে আনতে প্রাপকের ব্যাংক হিসাবে তা জমা হওয়ার আগেই ১০ শতাংশ উৎস কর কেটে নেওয়ার বিধান আগেও ছিল। ব্যাংকগুলো এ অর্থ কেটে রাখত।
নতুন সিদ্ধান্তে এনবিআর জানিয়েছে, এখন থেকে এসব খাত থেকে পাওয়া আয় থেকে কাটা উৎসে কর নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা দিতে হবে।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)