১১ আঞ্চলিক ভাষায় স্টিকার বানাল আরএফএল-রিদমিক

‘মায়ের ভাষাতেই আপন পরিচয়’ প্রতিপাদ্যে ফেব্রুয়ারি জুড়ে নানা কর্মসূচি পালন করেছে আরএফএল হাউজওয়্যার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2023, 04:14 PM
Updated : 25 Feb 2023, 04:14 PM

ভাষার মাসে ‘মায়ের ভাষা’ নামে নানা কর্মসূচি পালন করেছে আরএফএলের গৃহস্থালী পণ্যের ব্র্যান্ড আরএফএল হাউজওয়্যার।

‘মায়ের ভাষাতেই আপন পরিচয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে করা এ কর্মসূচির মাধ্যমে আঞ্চলিক ভাষার গুরুত্ব ও মর্যাদা তুলে ধরা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কোম্পানিটি।

এতে বলা হয়, আঞ্চলিক ভাষাতে কথা বলা মানে সংকীর্ণতা নয়, অনাধুনিকতা নয়; আঞ্চলিক ভাষার মাঝেই লুকিয়ে থাকে মানুষের আত্মপরিচয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন টেলিভিশন ও রেডিওতে সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠানের শুরুতে উপস্থাপকরা আঞ্চলিক ভাষায় দর্শক ও শ্রোতাদের আমন্ত্রণ জানান।

এছাড়াও আরএফএল হাউজওয়্যারের ফেইসবুক পেজ ও বিভিন্ন অনলাইন মাধ্যমে আঞ্চলিক ভাষায় ভিডিও কন্টেন্ট শেয়ার করা হয়।

কর্মসূচির আওতায় রিদমিক কিবোর্ডের সঙ্গে দেশের ১১টি আঞ্চলিক ভাষার বিভিন্ন স্টিকার তৈরি করা হয়েছে। এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা পছন্দের আঞ্চলিক ভাষার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মনের ভাব তুলে ধরতে পারবেন।

আরএফএল হাউজওয়্যারের বিপণন বিভাগের প্রধান ইসফাকুল হক বলেন, মানুষ সব ভুলতে পারলেও তার নিজের শেকড়ের পরিচয় ভুলতে পারে না। মায়ের ভাষা মানুষের শেকড়ের পরিচয় দেয়। তাই আঞ্চলিক ভাষা যেন হারিয়ে না যায়, সেই বিষয়ে সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কর্মসূচি।”