শতভাগ ভাতা বিতরণে সক্ষম ‘নগদ’: সমাজসেবা ডিজি

এ পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার বেশি বিতরণ করার কথা জানিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2022, 10:43 AM
Updated : 26 July 2022, 10:43 AM

সরকারি ভাতা বিতরণে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ শতভাগ সক্ষম বলে মন্তব্য করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম।

সম্প্রতি ‘নগদ’র নির্বাহী পরিচালক সাফায়েত আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, “দায়িত্ব দিলে ‘নগদ’ সরকারের সব ভাতাই শতভাগ বিতরণের সক্ষমতা রাখে। আমরা দেখেছি, নগদ-এর ভাতা বিতরণ প্রক্রিয়া খুবই স্বচ্ছ এবং ত্রুটি নেই বললেই চলে। যেটুকু ত্রুটি আছে, তা মূলত টেকনিক্যাল।”

সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বে থাকা সামাজিক নিরাপত্তা ভাতার ৭৫ শতাংশই ‘নগদ’র মাধ্যমে বিতরণ হয়ে থাকে।

নগদ জানিয়েছে, গত বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণ শুরু করেন। গত মার্চে সমাজকল্যাণ মন্ত্রণালয় চুক্তি নবায়ন করে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসহ অন্যান্য সব সরকারি ভাতা, উপবৃত্তি, অনুদানসহ নগদ এ পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার বেশি বিতরণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।