এর অংশ হিসেবে যমুনা রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন কিনে মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসি ও অন্যান্য হোম এ্যাপ্লায়েন্স পুরস্কার পাওয়ার সুযোগ থাকছে।
Published : 04 Apr 2024, 07:26 PM
ঈদ উপলক্ষে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস দিচ্ছে 'ডাবল খুশি' অফার।
এর অংশ হিসেবে যমুনা রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন কিনে মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসি ও অন্যান্য হোম এ্যাপ্লায়েন্স পুরস্কার পাওয়ার সুযোগ থাকছে।
যমুনা গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদে তাদের পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন ক্রেতারা। যমুনা প্লাজা, ডিলার শোরুম, রিটেইলার শপ থেকে যমুনা পণ্য কিনলে এই অফার পাওয়া যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা প্লাজা থেকে পণ্য ক্রয়ে রয়েছে ২০ শতাংশ ডাউন পেমেন্টে ৬ মাস, ৯ মাস ও ১২ মাস মেয়াদী সহজ কিস্তি সুবিধা। এছাড়া ক্রেডিট কার্ডে ব্যাংক ইএমআই সুবিধাও ক্রেতারা পাবেন।