অ্যাপেক্স-এফডিসিবির উদ্যোগে ‘ফ্যাশন সপ্তাহ’ হল ঢাকায়

ফ্যাশন সপ্তাহে ‘যাটারিয়া’ নামের নারী পোশাকের এবটি ব্র্যান্ড উদ্বোধন করে অ্যাপেক্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 11:49 AM
Updated : 21 March 2023, 11:49 AM

ফ্যাশন শিল্পকে ‘সমৃদ্ধ’ করার লক্ষ্যে অ্যাপেক্স এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হল ফ্যাশন সপ্তাহ। 

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপেক্স জানিয়েছে, তেজগাঁওয়ে এক কনভেনশান সেন্টারে বৃহস্পতি ও শুক্রবার ‘বাংলাদেশ ফ্যাশন সপ্তাহ ২০২৩’র আয়োজন করা হয়। 

যেখানে নারীদের জন্য সময়োপযোগী, ফ্যাশনেবল ও আরামদায়ক পোশাক নিশ্চিত করার লক্ষ্যে 'যাটারিয়া' নামের একটি ব্র্যান্ড উদ্বোধন করে অ্যাপেক্স।
'মানুষের পোশাক-ই তার এবং চারপাশের পৃথিবীর গল্প বলে' প্রতিপাদ্যে উদ্বোধনী দিনে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পোশাক ডিজাইনাররা তাদের কাজ তুলে ধরেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐতিহ্যবাহী কাপড়ের সঙ্গে হালের ‘কাটিং’ এবং ‘ডিজাইন’র মেলবন্ধন ঘটানো হয়েছে ফ্যাশন সপ্তাহে মেলে ধরা কাপড়গুলোয়।