বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালনের অংশ হিসেবে তা বসিয়েছে প্রতিষ্ঠানটি।
Published : 17 Oct 2022, 01:27 AM
শিক্ষা প্রতিষ্ঠানে হাত ধোয়ার বেসিন ও পানি বিশুদ্ধকরণ যন্ত্র স্থাপন করেছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড।
বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালনের অংশ হিসেবে তা বসানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কাজী এন্টারপ্রাইজেসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেফ হ্যান্ডস-এ সুস্থ আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে ঢাকার মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডের বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মসূচি শুরু করে তারা।
“এ সময় ‘সেফ হ্যান্ডস লিক্যুইড হ্যান্ড ওয়াশ’র উদ্যোগে ‘হেলথ ক্যাম্প’ পরিচালনা করা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা হয় হাত ধোয়ার বেসিন ও পানি বিশুদ্ধকরণ যন্ত্র।”
পরে বিভিন্ন বাড়ি ও মসজিদে নিরাপদ পানি পান ও ব্যবহার এবং নিয়মিত সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া রোধের ব্যাপারে তথ্য প্রচার ও সুরক্ষাসামগ্রী দেওয়া হয়।
কণ্ঠশিল্পী মেহরীন মাহমুদ ও কাজী এন্টারপ্রাইজেসের সিইও রফিকুল আমীন এই কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে কাজী এন্টারপ্রাইজেসের ব্র্যান্ড ম্যানেজার নাহিদা বেগমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।