মেঘনা গ্রুপে যোগ দিলেন সৈয়দ আলমগীর

এর আগে আকিজ ভেঞ্চারসের সিইও ছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 06:30 PM
Updated : 13 March 2023, 06:30 PM

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) দ্রুত ছড়ানো ভোগ্যপণ্য (এফএমসিজি) বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ আলমগীর।

রোববার তিনি যোগদান করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেঘনা গ্রুপ।

আলমগীর এর আগে আকিজ ভেঞ্চারসের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে চ্যানেল আই এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে ‘মার্কেটিং সুপারস্টার’ খেতাব পান। দেশ-বিদেশের আরও অনেক পুরস্কার পাওয়া এই বিপণন ব্যক্তিত্ব ইউনিসেফের প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি বোর্ডেরও সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করা সৈয়দ আলমগীর ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল থেকে পিএইচডি ডিগ্রি নেন।

যুক্তরাজ্যের ফার্মাসিউটিক্যালস কোম্পানি মে অ্যান্ড বেকার লিমিটেডে কর্মজীবন শুরু করেন আলমগীর। ১৯৯২ সালে যমুনা গ্রুপে গ্রুপ মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার পর তিনি ব্যবস্থাপনা পরিচালকও হয়েছিলেন। পরে তিনি এসিআইয়েও কাজ করেন।

মেঘনা গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই অঞ্চলে তিনিই একমাত্র ব্যক্তি যার বিপণনের সাফল্যের গল্প মার্কেটিংয়ের জনক ড. ফিলিপ কোটলারের প্রিন্সিপালস অফ মার্কেটিং বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পাঠ্যবই বিশ্বব্যাপী শ্রেণীকক্ষে মার্কেটিং শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়।”