Published : 16 Feb 2023, 05:17 PM
‘পছন্দের পেমেন্ট পার্টনার’ হিসেবে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশকে যুক্ত করেছে গ্রামীণফোন।
বুধবার ঢাকার জিপিহাউজে নতুন এই সেবার উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।
বৃহস্পতিবার পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেবার ফলে গ্রামীণফোনের গ্রাহকরা মাইজিপি অ্যাপ থেকে এক ট্যাপে বিকাশের মাধ্যমে দ্রুত পেমেন্ট সুবিধা পাবেন। এতে গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইল নিরাপদ ও ঝামেলাহীন হবে।
সেবাটি চালু করতে প্রথমবার মাইজিপি অ্যাপে বিকাশকে পছন্দের পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত করে নিতে হবে। পরের ধাপে ‘অ্যাড বিকাশ অ্যাকাউন্ট’-এ ক্লিক করে ‘আই অ্যাগ্রি’-তে ক্লিক করে বিকাশ অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে। এরপর ওটিপি ও পিন নম্বর দিলে (শুধুমাত্র প্রথমবার) পছন্দের পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হবে বিকাশ।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “মাইজিপিতে আমাদের গ্রাহকদের পেমেন্ট অভিজ্ঞতা আরও সহজ, স্বাচ্ছন্দ্যদায়ক ও দ্রুতগতিতে সম্পন্ন করতে গ্রামীণফোন ও বিকাশ একসাথে হয়েছে বলে আমি আনন্দিত। আমাদের গ্রাহকদের জন্য ভবিষ্যতে আরও চমৎকার সব সল্যুশন নিয়ে আসার ব্যাপারে প্রত্যাশী গ্রামীণফোন।”
বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর বলেন, “গ্রাহক-কেন্দ্রিক দুটি প্রতিষ্ঠান তাদের নিজ নিজ গ্রাহকদের জন্য সহজেই এক ক্লিকের মাধ্যম পেমেন্টের সুবিধা চালু করল। তা যেন ভবিষ্যতে অন্যরাও করতে পারে, সেভাবেই আমরা কাজ করে যাব।”
গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম ও চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব এবং বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনলোজি অফিসার মোহাম্মদ আজমল হুদা ও চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ উপস্থিত ছিলেন।