বৃহৎ করদাতা ইউনিটের তরফে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
Published : 25 Jan 2024, 06:06 PM
দেশের অন্যতম করদাতা হিসেবে ব্র্যাক ব্যাংককে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে এ সম্মাননা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, অনুষ্ঠানে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়ার কাছে সম্মাননা সনদ তুলে দেন।
এনবিআর সদস্য ইকবাল হোসেন, বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার ইকবাল বাহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।