সবমিলিয়ে দেশের বিভিন্ন স্থানে চেইনশপটির বিক্রয়কেন্দ্র ৩৪৮-এ দাঁড়িয়েছে।
Published : 23 Dec 2023, 05:23 PM
যশোর শহরে দুটি বিক্রয়কেন্দ্র চালু করার কথা জানিয়েছে ফাস্ট ফুড চেইনশপ ‘টেস্টি ট্রিট’।
সম্প্রতি যশোরের এম কে সড়ক ও মুজিব সড়কে বিক্রয়কেন্দ্র দুটি উদ্বোধন করা হয়।
প্রাণ-আরএফএল গ্রুপ জানায়, জন্মদিন ও বিভিন্ন উৎসবে সেখান থেকে কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্ন ও বিভিন্ন ধরনের বেকারি পণ্য কিনতে পারবেন ক্রেতারা।
টেস্টি ট্রিটের হেড অব বিজনেস ইব্রাহিম খলিল বলেন, “ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত বেকারি সামগ্রী পৌঁছে দেওয়াই ট্রেস্টি ট্রিটের প্রধান লক্ষ্য। টেস্টি ট্রিট ভোক্তাদের মানসম্মত খাবার পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।’’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেস্টি ট্রিটের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) জিয়াউল হক, আউটলেট ডেভেলপমেন্ট ও মেইনটেনেন্স ম্যানেজার হাসানুজ্জামান ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার গালিব মাহমুদ।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে চেইনশপটির বিক্রয়কেন্দ্র এখন ৩৪৮-এ দাঁড়িয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।