“চলুন, আমরা সবাই মিলে রাঙাই আমাদের প্রিয় এই দেশকে।”
Published : 15 Aug 2024, 07:32 PM
ক্ষমতার পালাবদলের পর দেশের বিভিন্ন দেয়াল নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া তরুণদের পাশে থাকার বার্তা দিয়েছে বার্জার পেইন্টস।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্জার বলেছে, “আগামী প্রজন্মের উদ্যোগে সবসময় পাশে আছে বার্জার পেইন্টস। চলুন, আমরা সবাই মিলে রাঙাই আমাদের প্রিয় এই দেশকে। আর রঙ মানেই তো বার্জার!”
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন আগেও যেসব দেয়ালে ময়লা-আবর্জনা ছিল; এখন সেখানেই নজর কাড়ছে তারুণ্যের রঙিন ফুল। শহরকে ঢেলে সাজাতে উদ্দীপ্ত তরুণরা হাতে তুলে নিয়েছে রং-তুলি।
“নিজ নিজ উদ্যোগে শহরের জরাজীর্ণ, পুরোনো দেয়ালগুলোতে রং-তুলিতে রাঙিয়ে তুলতে কাজ করছে ঝাঁক তরুণ প্রজন্ম, শহরে শহরে বসেছে তারুণ্যের মেলা।
“রাজধানীর মতোই রঙ তুলির ছোঁয়ায় তারুণ্যের দীপ্তি ছড়াচ্ছে চিটাগাং, খুলনা, রাজশাহী, রাঙামাটি, টাঙ্গাইল, সাতক্ষীরা, বগুড়াসহ বিভিন্ন শহরের রাজপথ থেকে গলিপথ। যেখানে ফুটে উঠেছে অসাম্প্রদায়িক বাঙালি জাতির ভাবমূর্তিসহ ফুল, পাখি আর নানা শব্দের উচ্চারণ।”
৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করার পর দেশের বিভিন্ন থানা, আওয়ামী লীগ অফিস, স্থাপনা ও ভাস্কর্য ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর আসে। পুলিশশূন্য হয়ে পড়ে থানা ও ঢাকার সড়ক।
এমন পরিস্থিতিতে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি বিভিন্ন স্থানে গ্রাফিতি আঁকে শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে তারা লিখে দেয় মুক্তির স্লোগান।