ফ্রান্স থেকে আমদানি করা এসব নতুন বেল্ট লোডার যাত্রী সেবা বাড়াতে সহায়তা করবে।
Published : 09 Oct 2024, 09:07 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালকে কেন্দ্র করে গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে নতুন ছয়টি বেল্ট লোডার স্থাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফ্রান্স থেকে আমদানি করা এসব নতুন বেল্ট লোডার বুধবার গ্রাউন্ড সার্ভিস ইক্যুইপমেন্ট (জিএসই) বহরে যুক্ত করার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে বিমান বাংলাদেশ।
বিমান বাংলাদেশ বলছে, বেল্ট লোডারগুলো ছোট ও মাঝারি মাপের উড়োজাহাজ যেমন-বোয়িং ৭৩৭, বোয়িং এ-৩২০ এবং ড্যাশ-৮ উড়োজাহাজে কার্গো ও ব্যাগেজ তোলা ও নামানোর কাজে ব্যবহৃত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহরকে সমৃদ্ধ করতে ও সক্ষমতা বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি কেনা হচ্ছে। গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতার উন্নয়নে বিভিন্ন ধাপে প্রায় এক হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলোর বেশ কিছু বহরে যুক্ত হয়েছে।
জিএসই বহরে আরও ২০টি বেল্ট লোডার রয়েছে। পাশাপাশি বিভিন্ন এয়ারলাইন্সের বাড়তি চাহিদা সহজে পূরণ করা যাবে বলে আশা করছে বিমান।
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশের জিএসই বহরে বর্তমানে ২ হাজারের মত মোটরচালিত ও মোটরচালিত ছাড়া যন্ত্রপাতি রয়েছে।
এছাড়া হাইলোডার, কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার, এয়ার কন্ডিশনিং ভ্যান, প্যাসেঞ্জার স্টেপ, ওয়াটার কার্ট, ফ্লাশ কার্ট, এম্বুলিফটসহ অন্যান্য যন্ত্রপাতি কেনার কাজ চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে বিমান বলেছে, জিএসই বিভাগ দৈনিক ৩২টি থেকে ৪০টি এয়ারলাইন্সের ১৬০-১৭০টি ফ্লাইট হ্যান্ডলিং করে থাকে।
থার্ড টার্মিনালকে কেন্দ্র করে নতুন যন্ত্রপাতি সংগ্রহের পাশাপাশি জিএসই অপারেটর, মেকানিক নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে জিএসই বিভাগের সক্ষমতা বাড়ানো হয়েছে।
যাত্রীদের ব্যাগেজ পাওয়ার সময় কমিয়ে আনার দাবি করে বিজ্ঞপ্তিতে বিমান বলেছে, ১৮ থেকে ৫১ মিনিটের মধ্যে ব্যাগেজ ডেলিভারির হার ৮৫ শতাংশের উপরে উন্নীত হয়েছে। এ হার শিগগির শতভাগে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে।
এছাড়া বিমানবন্দর সেবায় জনবল বাড়াতে ১০০ কর্মী নিয়োগ করা হয়েছে এবং নতুন আরও জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।