শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এ স্বীকৃতি দিয়েছে।
Published : 04 Nov 2024, 09:07 PM
দেশের শীর্ষস্থানীয় খাবার উৎপাদনকারী কোম্পানি এসিআই ফুডস লিমিটেডের ‘প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি' আন্তর্জাতিক সনদ পেয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এ স্বীকৃতি দিয়েছে বলে সোমবার কোম্পানিটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।
এতে বলা হয়, এ সনদ গবেষণা ও মান নিয়ন্ত্রণে এসিআই ফুডস এর প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এতে বলা হয়, এই সনদ অর্জনের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অ্যাক্রেডিটেশন কোঅপারেশন এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কোঅপারেশন এর পারস্পরিক স্বীকৃতি ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছে এসিআই ফুডস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের পরীক্ষাগার থেকে পাওয়া প্রতিবেদনগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে, যা বাংলাদেশের খাদ্যপণ্যের গুণগত মানের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পর্যায়ে বাড়াবে।
এসিআই ফুডস লিমিটেডের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্জনকে এসিআই ফুডস এর মান নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে অভিহিত করেন।