“বিদেশি সিগারেটে করহার ২ শতাংশ বাড়ানো হলেও দেশীয় কোম্পানির ক্ষেত্রে বাড়ানো হয়েছে ১২ শতাংশ”, সংবাদ সম্মেলনে তুলে ধরেন দেশীয় উৎপাদকরা।
Published : 12 Jan 2025, 10:57 PM
দেশি সিগারেট কোম্পানিগুলো বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেছে ‘ন্যাশনাল সিগারেট ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন’ (এনসিএমএ)।
রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির তরফে বলা হয়, “অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে বিদেশি কোম্পানির সিগারেটে করহার ২ শতাংশ বাড়ানো হলেও দেশি কোম্পানির ক্ষেত্রে বাড়ানো হয়েছে ১২ শতাংশ।
“উদ্দেশ্যপ্রণোদিত ও বৈষম্যমূলক কর বৃদ্ধির প্রভাবে দেশি কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
সংবাদ সম্মেলনের পর সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিএমএ অভিযোগ করেছে, “বহুজাতিক কোম্পানিগুলোর 'নীল নকশা বাস্তবায়নে’ দেশীয় সিগারেট কোম্পানির ওপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করের বোঝা চাপিয়ে দিয়েছে।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুন নাহার লাকি।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, “বিদেশি মালিকানাধীন শেয়ারের লভ্যাংশের অংশ হিসেবে এক হাজার ৭০০ কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। অন্যদিকে দেশি কোম্পানিগুলোর মুনাফা দেশেই থাকছে। দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।”
লাকি বলেন, “বহুজাতিক কোম্পানিগুলোর স্বৈরাচারী মনোভাব, মনোপলি বাণিজ্যনীতি ও সরকারি আমলাদের একচ্ছত্র আধিপত্যের জন্য শতভাগ দেশি কোম্পানিগুলো দিন দিন রুগ্ন হচ্ছে।
“নিম্নস্তরের বিদেশি ব্রান্ড অনুমোদন না করার সরকারি সিদ্ধান্তটি বহুজাতিক কোম্পানির আগ্রাসন ও চক্রান্তে জন্য ব্যাহত হয়েছে।”