কোম্পানির আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১৫ জুন পর্যন্ত

ব্যক্তিশ্রেণির করদাতাদের পাশাপাশি কোম্পানি শ্রেণির করদাতাদেরও আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2023, 05:38 PM
Updated : 16 May 2023, 05:38 PM

কোম্পানি করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা চলতি বছরের ১৫ জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

সোমবার সংস্থাটির দ্বিতীয় সচিব (কর আইন-১) মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, “২০২২-২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য যে সকল কোম্পানি করদাতা সময় বৃদ্ধির আবেদন করেছেন, উক্ত রূপ করদাতাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।”

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতাদের পাশাপাশি কোম্পানি শ্রেণির করদাতাদেরও বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হয়।

ওই অধ্যাদেশের বিধান অনুযায়ী, ১৫ জানুয়ারির মধ্যে এ রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল। ওই সময়ের মধ্যে যারা সময় বাড়ানোর আবেদন করেছিলেন, নতুন বিজ্ঞপ্তির ফলে তারা ১৫ জুন পর্যন্ত রিটার্ন জমার সময় পেলেন।