কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম বলেন, বাজারে জিনিসপত্রের দাম না কমা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
Published : 15 Oct 2024, 07:33 PM
বাজারে পণ্যের দামে লাগাম টানার চেষ্টায় রাজধানীর ২০টি স্থানে সুলভ মূল্যে ১০ ধরনের কৃষিপণ্য বিপণন শুরু করেছে সরকার।
মঙ্গলবার রাজধানীর খাদ্য ভবনের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
দেশে ডিমের বাজার কয়েক সপ্তাহ ধরে অস্থির, প্রতিটি ডিম সর্বোচ্চ ১৫ টাকায়ও বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে সরকারি অভিযান শুরুর পর অনেক স্থানে পাইকারি বিক্রেতারা দোকন বন্ধ করে ধর্মঘটে যাওয়ার ঘটনাও ঘটিয়েছেন।
উত্তরাঞ্চল ও দেশের মধ্যাঞ্চলে বন্যার পর সবজির সরবরাহেও টান পড়েছে। অধিকাংশ সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়ে ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধগতির আলাপ রাজনীতির উত্তাপকেও ছাড়িয়ে গেছে।
কর্মসূচির উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “ভোক্তারা যাতে সুলভ মূল্যে ক্রয়ক্ষমতার মধ্যে সবকিছু পায় সেজন্য আমাদের এ প্রচেষ্টা।”
প্রাথমিকভাবে ঢাকার খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশি মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও ঝিগাতলায় ট্রাকসেলের মাধ্যমে এসব কৃষিপণ্য দেওয়া হবে।
এই কর্মসূচির আওতায় একজন ভোক্তা এক কেজি আলু ৩০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা, ১ কেজি কাঁচা পেপে ২০ টাকা এবং পাঁচ কেজি বিভিন্ন ধরনের শাক-সবজি প্যাকেজ আকারে কিনতে পারবেন।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা ন্যায্যমূল্যে ডিম, আলু, পেঁয়াজ, সবজি যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সেজন্য এ কার্যক্রম নিয়েছি।”
কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে জিনিসপত্রের দাম না কমা পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রাথমিকভাবে একটি ট্রাক থেকে অন্তত ৫০০ জন ভোক্তার পণ্য চাহিদা পূরণের প্রস্তুতি রাখা হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর নিজস্ব জনবল দিয়ে এই কর্মসূচি পরিচালনা করছে।
ভবিষ্যতে সারাদেশে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে ডিলার নিয়োগ দেওয়া হবে।