গ্রাহকরা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই শুভেচ্ছা ও মজার বার্তা লেখার সুযোগ পাবেন।
Published : 08 Apr 2024, 08:03 PM
একসঙ্গে অনেককে ঈদের সালামি পাঠাতে নতুন ফিচার ‘গ্রুপ সেন্ড মানি’ সুবিধা যোগ করেছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ।
এছাড়া সেন্ড মানি সেবার মাধ্যমে ডিজিটাল সালামি ও শুভেচ্ছা জানানোর সুবিধা থাকছে আগের মতই।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, ডিজিটাল সালামি পাঠানোর পাশাপাশি ডিফল্ট গ্রিটিংস কার্ড অথবা কার্ডে নতুন ম্যাসেজ লিখেও পাঠানো যাবে বিনামূল্যে। গ্রাহকরা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই শুভেচ্ছা ও মজার বার্তা লেখার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রযুক্তির কল্যাণে সালামিও এখন ডিজিটাল। ‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত স্লোগানটি ডিজিটাল সালামিকে আরো জনপ্রিয় করেছে। এর সঙ্গে মজার বার্তা ও শুভেচ্ছা হয়ে উঠেছে ঈদের অন্যতম অনুষঙ্গ।”
গ্রিটিংস কার্ডসহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহক। সেখানে থাকা ‘ঈদ সালামি’ অথবা ‘ঈদ মোবারক’ অপশনগুলো থেকে যে কোনো একটি নির্বাচন করা যাবে।
এরপর টাকার পরিমাণ লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে ‘কার্ডের মেসেজ আপডেট করুন’ ট্যাব দেখা যাবে।
বিকাশ ২০২১ সালে প্রথমবারের মতো বার্তাসহ ডিজিটাল ঈদ সালামি পাঠানোর সুবিধাটি যুক্ত করেছিল।