ইএফডি চালানের অক্টোবরের লটারিতে বিজয়ী হয়েছেন ১০১টি চালানের ভ্যাটদাতারা।
Published : 06 Nov 2022, 08:30 PM
খুচরা পর্যায়ে ভ্যাট সংগ্রহে দোকানে বসানো ইএফডি বা এসডিসি কোনোটিই দোকানদারকে কিনতে হবে না বলে জানিয়েছেন এনবিআরের সদস্য মইনুল খান।
তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে চুক্তি অনুযায়ী এ কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড সব মেশিন বিনামূল্যে স্থাপন করে দেবে।
রোববার ইএফডি চালানের ২২তম লটারির ড্র অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। ঢাকার সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে অক্টোবরের চালান নিয়ে এ লটারি হয়।
ইএফডি বসানোর দায়িত্ব জেনেক্স ইনফোসিসকে দিল এনবিআর
ভ্যাট সংগ্রহ বাড়াতে খুচরা ও পাইকারি পর্যায়ে পণ্য বা সেবার বিক্রির তথ্য ও করের পরিমাণ সংরক্ষণে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডেটা কন্ট্রোলার (এসডিসি) স্থাপন শুরু করেছে এনবিআর। এ দুটি যন্ত্র এনবিআরের ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেমের (ইএফডিএমএস) সঙ্গে যুক্ত থাকে।
এ পদ্ধতিতে ব্যবসায়িক লেনদেন বা কেনাবেচায় ভ্যাট সংগ্রহ ও সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে নজর রাখতে চায় এনবিআর।
এদিন এনবিআরের সদস্য মইনুল জানান, বিক্রির চালানের তথ্য সরাসরি এনবিআরের তথ্য ভান্ডারে যুক্ত হবে, যা সংশ্লিষ্ট বিভাগ পর্যবেক্ষণ করতে পারবে।
জেনেক্স ইনফোসিস এসব যন্ত্র সরবরাহ ও স্থাপন এবং সেগুলো রক্ষণাবেক্ষণে নিরবচ্ছিন্ন সেবা দিলেও কোনো প্রতিষ্ঠানের লেনদেন সরাসরি মনিটরিং করতে পারবে না বলে জানান তিনি।
কোম্পানিটির সঙ্গে পাঁচ বছরে তিন লাখ ইএফডি ও এসডিসি যন্ত্র সরবরাহ ও স্থাপনের জন্য চুক্তি হয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য জেনেক্স ইনফোসিস আদায় করা করের ওপর কমিশন পাবে।
ইএফডি হচ্ছে আধুনিক একটি হিসাবযন্ত্র যা ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের (ইসিআর) উন্নত সংস্করণ। এ পর্যন্ত ৭ হাজার ৮৩২টি ইএফডি স্থাপন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
ইএফডি চালানের ২২তম লটারিতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে- চালান নম্বর 002422WYSYDGW894
লটারিতে প্রথম পুরস্কার এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
ড্রয়ে মোট ১০১ জন বিজয়ীর চালান নম্বর ঘোষণা করা হয়, যা এনবিআরের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। তিন কার্যদিবস পর এ তালিকা সংবাদপত্রে প্রকাশ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
পুরস্কার পাওয়ার বেলায় সমস্যা হলে ০১৯৬৩৬৩৬৫৫৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে এনবিআর।