গতবার এই সুবিধা নিয়েছিলেন পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৭ জন।
Published : 08 Sep 2024, 06:12 PM
ব্যক্তি শ্রেণির আয়কর দাতারা ২০২৪-২০২৫ কর বছরের রিটার্ন আগামী সোমবার থেকে অনলাইনে দাখিল করতে পারবেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এতে বলা হয়, অনলাইন রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন পদ্ধতির আপগ্রেডেশনের কাজ সম্পন্ন করা হয়েছে।
“আগামী ৯ সেপ্টেম্বর (সোমবার) হতে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হবে।"
ই-রিটার্ন পদ্ধতি ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা নিজের রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট করে নিতে পারবেন। সেই সঙ্গে অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করা যাবে।
এছাড়া রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদ, আগের বছর দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা আছে।
ব্যক্তি শ্রেণির আয়কর দাতারা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (www.etaxnbr.gov.bd ) নিজের তথ্য ব্যবহার করে নিবন্ধন শেষে এসব সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে ২০২৩-২০২৪ কর বছরে পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেন।