স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন সিইও আবরার

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন আবরার এ আনোয়ার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2015, 06:42 PM
Updated : 10 Jan 2015, 06:42 PM

এর আগে তিনি ব্যাংকটির হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্লায়েন্টস হিসেবে দায়িত্বরত ছিলেন।

শনিবার বেসরকারি ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ বছর যাবৎ সিইও-এর দায়িত্বরত জিম ম্যাককেইব এবার শ্রীলঙ্কার নতুন সিইও হিসেবে দায়িত্ব নেবেন।

ব্যাংকটির ভারত এবং দক্ষিণ এশিয়ার রিজিওনাল সিইও সুনীল কৌশাল বলেন, “আমি আনন্দিত যে আবরার এ আনোয়ার এখন থেকে বাংলাদেশে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন, যেটা স্ট্যান্ডার্ড চার্টার্ড এর অন্যতম দ্রুত বর্ধনশীল ফ্রানচাইজ এবং একই সাথে এটি বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক ব্যাংক।”

আবরার এ আনোয়ার ২০১১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যে বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবরার এ আনোয়ার গত ১ জানুয়ারি সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন।