অনলাইন লেনদেনে নিরাপত্তা জোরদারে নির্দেশনা

অনলাইন লেনদেনে নিরাপত্তা জোরদার করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2013, 02:48 PM
Updated : 2 Sept 2013, 03:04 PM

কার্ডের ব্যবহার ছাড়া পাঁচ হাজার টাকার বেশি লেনদেন হলে কার্ডধারীকে অবশ্যই অনলাইনে সতর্ক (যেমন- এসএমএস পাঠানো) করার ব্যবস্থা চালু করবে সংশ্লিষ্ট ব্যাংক।

কার্ড ছাড়া অনলাইন লেনদেনের ক্ষেত্রে কার্ড ইস্যুকারী ব্যাংকগুলোকে বিদ্যমান নিয়ম-কানুনের বাইরে অতিরিক্ত সনাক্তকরণ (২-ফ্যাক্টর অথেন্টিকেশন) ব্যবস্থা চালু করতে হবে যাতে কার্ডে থাকা কোনো তথ্য ব্যবহত হবে না।

সোমবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, অনলাইন লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে ২০১৪ সালের ০১ এপ্রিলের মধ্যে ব্যাংকগুলোকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।