পশুর হাটে বিকাশ হিসাব খুললে ‘বিশেষ সুবিধা’

কোরবানির পশুর হাটে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশের হিসাব খুললে বাড়বে মাসিক ও পেমেন্টের লেনদেন সীমা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2022, 01:35 PM
Updated : 6 July 2022, 01:35 PM

স্মার্ট হাট প্রকল্পের আওতায় রাজধানীর ছয়টি হাটে বিক্রেতা ও হাট ইজারাদাদের সহজেই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ করে দিতে হাটেই ‘পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট’ খোলার ব্যবস্থা রাখা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, হাটের জন্য খোলা এই বিশেষ অ্যাকাউন্টগুলোর ক্যাশ আউটের দৈনিক লেনদেন সীমা প্রযোজ্য হবে না এবং মাসিক লেনদেন সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ করা হয়েছে।

একইভাবে পেমেন্টের ক্ষেত্রেও মাসিক লেনদেন সীমা পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা করা হয়েছে। তবে ১২ জুলাইয়ের পর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারেই আবার দৈনিক লেনদেন সীমা আগের অবস্থায় ফিরে আসবে।

বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালিত ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ উদ্যোগের আওতায় বিকাশে পেমেন্টে কোরবানির পশুর মূল্য ও হাসিল পরিশোধের সুযোগও পাচ্ছেন গ্রাহকরা। এ উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন সহযোগী হিসেবে রয়েছে।

প্রথমবারের মত পশুর হাটগুলোতে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মূল্য পারিশোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, ঢাকা উত্তর সিটির গাবতলী, বসিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টরের হাটে বিকাশ পেমেন্টে কোরবানির পশু কেনার সুযোগ রাখা হয়েছে।

যারা হাটে গিয়ে পছন্দ করে কোরবানির পশু কিনতে চান, তাদের জন্য বিকাশ পেমেন্ট এনেছে বাড়তি সুবিধা। অন্যদিকে বিক্রেতারাও তাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে আসা টাকা এজেন্ট থেকে খরচ ছাড়াই ক্যাশ আউট করতে পারছেন কিংবা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন।

হাট ইজারাদার, ক্রেতা ও বিক্রেতার ডিজিটাল পেমেন্টের পরিপূর্ণ সেবা নিশ্চিত করতে প্রথমবারের মত হাসিল ব্যবস্থাপনাকেও ডিজিটাল করা হয়েছে। হাটের বিভিন্ন স্থানে দেওয়া বিকাশের কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই হাসিল পরিশোধ করতে পারবেন গ্রাহক।

অন্যদিকে ইজারাদারও তার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে আসা টাকা এজেন্টের কাছ থেকে কোনো খরচ ছাড়াই ক্যাশ আউট করতে পারছেন কিংবা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যেতে পারছেন।