‘ডিশুম মাস্টার অব ফুড প্লেটিং’ প্রতিযোগিতায় সেরা ফাতেমা

ফুড প্লেটিংয়ের ওপর দেশের প্রথম রিয়েলিটি কমপিটিশন ‘ডিশুম প্রেজেন্টস মাস্টার অব ফুড প্লেটিং’ এ সেরার পুরস্কার জিতেছেন ফাতেমা বিনতে শফিক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2022, 11:47 AM
Updated : 2 July 2022, 06:38 AM

এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সানজিদা পারভিন প্রথম রানার আপ এবং মশিউর রহমান দ্বিতীয় রানার আপ হয়েছেন।

চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ছয় প্রতিযোগীর মধ্য বিজয়ী হিসেবে তাদের তিনজনকে বেছে নেওয়া হয় বলে এক আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রথমবারের মত আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগীয় রাউন্ড থেকে ২৪ জন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হয়। এরপর গ্রুমিং সেশনের মাধ্যমে সেমিফাইনালের জন্য ১২ জন ‘প্লেটিং মাস্টার’ নির্বাচিত হন।

ফাইনাল রাউন্ডে ছয় জনকে নিয়ে শুরু হয় ইফাদ হোম কেয়ার লিমিটেড এবং আইটিআইসিএ আয়োজিত রিয়েলিটি শো ‘ডিশুম প্রেজেন্টস মাস্টার অব ফুড প্লেটিং’।

ইফাদ গ্রুপের পরিচালক (ফাইনান্স) নীলুফার আহমেদ এবং মানবসম্পদ বিভাগের পরিচালক সেঁজুতি এ আহমেদ, ইন্টারন্যাশনাল ট্রেনিং ইন্সটিটিউট অফ কালিনারি আর্টস এবং উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান নাজমা হুদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।