বিদ্যুতের ‘মিটার ট্যাম্পারিং’ রোধের মত পেট্রোল পাম্পের মিটারেও ‘দৃশ্যমান সিল’ যুক্ত করার প্রস্তাব ভোক্তা অধিকারের মহাপরিচালকের।
সোমবারের এ সভায় ২০২১ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন ও ১৮ শত্যাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোম্পানির শেয়ারহোল্ডাররাও সভায় সংযুক্ত ছিলেন।