ঈদ কেনাকাটায় ‘নগদে’ দাম দিলে ৩০% ক্যাশব্যাক
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 11:41 PM BdST Updated: 23 Jun 2022 11:41 PM BdST
ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটা করে মোবাইল ফোনের আর্থিক সেবা ‘নগদ’ এর মাধ্যমে দাম পরিশোধ করলে ৩০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট পাবেন গ্রাহক।

নগদ জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ‘উৎসবের খুশি নগদে বেশি’ ক্যাম্পেইনের আওতায় ই-কমার্স, ইলেকট্রনিক্স, গ্রোসারি, অ্যাগ্রো সুপারস্টোর এবং ট্যুরস অ্যান্ড ট্রাভেলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘নগদ’ পেমেন্টে গ্রাহকরা এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট সুবিধা পাবেন আগামী ১৬ জুলাই পর্যন্ত।
এছাড়া ঈদের দিন পর্যন্ত রেফ্রিজারেটরসহ যে কোনো ইলেকট্রনিক পণ্য কেনাকাটায় ‘নগদ’-এ দাম পরিশোধ করলে গ্রাহক তাৎক্ষণিকভাবে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। মিনিস্টার, ওয়ালটন, ইলেক্ট্রোমার্ট, বাটারফ্লাই, বেস্ট ইলেকট্রনিক্স, র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিক্স, ভিশন এম্পোরিয়ামের ইলেকট্রনিক পণ্য কিনলে এই সুবিধা পাওয়া যাবে।
মেঘডুবি অ্যাগ্রো, সাদিক অ্যাগ্রো এবং ডোমেস্টিক অ্যাগ্রো সহ বেশকিছু খামারে কোরবানির পশু কিনে ‘নগদ’-এ দাম দিলে গ্রাহক পাবেন ইন্সট্যান্ট ক্যাশব্যাক। অফারটি চলবে ঈদের দিন পর্যন্ত।
গ্রোসারি কেনাকাটায়ও নির্দিষ্ট মার্চেন্ট-এ ‘নগদ’ দিচ্ছে ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। তবে এই ক্যাশব্যাকটি গ্রাহকরা অফারের সকল শর্ত পূরণ সাপেক্ষে একবার উপভোগ করতে পারবেন। সুপারস্টোর ক্যাটাগরিতে স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং এবং প্রিন্স বাজারসহ বেশকিছু ব্র্যান্ডে পাওয়া যাবে এ অফারটি।
ঈদের ছুটিতে ঘোরাঘুরির জন্য নির্দিষ্ট হোটেল বা ট্র্যাভেল এজেন্সি থেকে রুম বা ফ্লাইট বুকিং-এ ‘নগদ’ পেমেন্ট করলে গ্রাহকেরা পাবেন ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এসএস হলিডেজ, বাই এয়ার টিকেটস বিডি, ট্রিপ ট্রিক্স, ট্রিপ বিয়ন্ড, ট্রাস্ট হলিডেজ, কসমস হলিডেজ, ফ্লাই এশিয়া লিমিটেড, প্রাসাদ প্যারাডাইজ ও নাজিমগর রিসোর্টসহ আরও অনেক প্রতিষ্ঠানে পাওয়া যাবে এই ছাড়।
অফারগুলো পেতে হলে গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্ট অবশ্যই সচল থাকতে হবে।
নগদ এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, “নিত্যনতুন সব ধরনের অফারের মাধ্যমে মানুষের জীবনকে কিছুটা সহজ করার চেষ্টা করছি আমরা। দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের গ্রাহকরা অনেকটা স্বস্তির সাথে যেন কেনাকাটা করতে পারেন, তারই একটি প্রচেষ্টা এই অফারগুলো।”
-
পেঁয়াজের বাজারে ‘কারসাজি’, আমদানির সুপারিশ
-
বিশ্বজুড়ে ব্যাহত শস্য উৎপাদন, সহসাই কমছে না খাবারের দাম
-
বন্যাদুর্গতদের সেবায় বিকাশের ফ্রি হেলথ ক্যাম্প
-
এবি ব্যাংক ও বিকাশে টাকা আনা নেওয়া করা যাবে
-
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম অনুষ্ঠিত
-
ইলেকট্রিক মোটরসাইকেলের জোয়ার এশিয়াজুড়ে
-
রাতারাতি বড়লোক হবার মানসিকতা ত্যাগ করুন: রাষ্ট্রপতি
-
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউসিবির ১০ কোটি টাকা
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?