জালিয়াতির ঋণ: মামলা নিষ্পত্তি ছাড়া ‘অবলোপন নয়’

জাল-জালিয়াতি বা প্রতারণা ও অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে ঋণ বিতরণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর তা নিষ্পত্তি হলেই কেবল অবলোপন করতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2022, 06:42 PM
Updated : 7 June 2022, 06:42 PM

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এই নির্দেশনা ব্যাংক বহির্ভূত সব আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এর আগে ২ লাখ টাকা বা তার চেয়ে কম পরিমাণের অর্থ ছাড়া অন্যান্য ঋণ অবলোপনের আগে মামলা দায়ের বাধ্যতামূলক ছিল। মামলা দায়েরের পর সব ঋণ অবলোপন করার সুযোগ ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী জালিয়াতি তথা বিতর্কিত ঋণের বেলায় মামলা নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে অবলোপনে।

নির্দেশনায় বলা হয়, “বিতরণকৃত ঋণের সদ্ব্যবহার না করে তহবিল অন্য কোথাও সরানো, কিংবা জাল-জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে সৃষ্ট বা অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে সৃষ্ট ঋণের ক্ষেত্র শুধু মামলা করেই ঋণ অবলোপন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়। আইনি নিষ্পত্তির পরই কেবল এসব ঋণ অবলোপন করা যাবে।”

নতুন এ সিদ্ধান্ত ছাড়া ঋণ অবলোপনের অন্যান্য শর্ত একই রেখে দিয়েছে বাংলাদশ ব্যাংক।

সাম্প্রাতিক সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে জাল, জালিয়াতি, আত্মসাত, চুরি ও অর্থ লোপাটের নানা ঘটনা প্রকাশ পাচ্চে। এমন প্রেক্ষাপটে আইনি জটিলতা এড়াতে তথ্য সংরক্ষণে বাংলাদেশ ব্যাংক নিদের্শনাটি দিল।