পঞ্চগড়-দিনাজপুরে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

দেশের অন্য জেলার মতো পঞ্চগড় ও দিনাজপুরের শিক্ষার্থীদের নিয়ে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বইপড়া কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2022, 03:05 PM
Updated : 19 May 2022, 03:05 PM

এর অংশ হিসেবে পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয়, হাজী ছফির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয় এবং দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় ও চেহেলগাজী শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্র জানায়, সম্প্রতি পৃথক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

বিকাশ’র ইভিপি এবং হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া এবং পরিচালক শামীম আল মামুন এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সারাদেশের শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে। সারাদেশের ৪০০টি স্কুলে বইগুলো বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।