স্পেনের ‘নাইট অফিসার’ উপাধি পেলেন কুতুবউদ্দিন

এনভয় লিগ্যাসি, এনভয় টেক্সটাইলস লিমিটেড ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ স্পেনের ‘নাইট অফিসার’ উপাধিতে ভূষিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2022, 12:32 PM
Updated : 14 May 2022, 12:32 PM

ঢাকায় স্প্যানিশ দূতাবাসে এক অনুষ্ঠানে বিদেশি নাগরিকদের জন্য দেওয়া দেশটির এ সম্মাননা রাজার পক্ষ থেকে বৃহস্পতিবার কুতুবউদ্দিনের হাতে তুলে দেন স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাস।

শনিবার শেলটেকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্পেনের রাজা বিদেশি নাগরিকদেরকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ সম্মাননায় ভূষিত করেন।

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ প্রদত্ত রয়্যাল অর্ডার অব সিভিল মেরিট স্বীকৃত নাইট অফিসারের (ক্রুজ দে অফিসিয়াল) এ উপাধিতে সম্প্রতি কুতুবউদ্দিনকে ভূষিত করা হয়।     

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য অর্ডার অব সিভিল মেরিট স্পেনের জন্য স্প্যানিশ এবং বিদেশি নাগরিকদের অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়।

ঢাকায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী, কূটনীতিক, ব্যবসায়ী, বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।