৮০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত: বাণিজ্য মন্ত্রী

বাংলাদেশ ২০২৪ সালের মধ্যে ৮০ বিলিয়ন ডলার রপ্তানি করার যে লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে, তা বাস্তবসম্মত বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 03:51 PM
Updated : 20 Jan 2022, 03:51 PM

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ ২০২৪ সালের মধ্যে ৮০ বিলিয়ন ডলার রপ্তানি করার যে লক্ষ্যমাত্রা নিয়েছে সেটা সম্ভব। চীন থেকে কিছু ব্যবসা বাংলাদেশে চলে আসছে। ভিয়েতনাম থেকেও কিছু ব্যবসা বাংলাদেশে আসছে সব মিলিয়ে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।”

বৃহস্পতিবার ২০১৮ সালের জন্য মনোনীত ১৭৬ জন ব্যবসায়ীকে সিআইপি কার্ড দেওয়া হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “২০৩০ সালের আগেই বাংলাদেশ এসডিজি অর্জন করবে। দেশের এ উন্নয়নে ব্যবসায়ীদের অবদান অনেক। ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। অর্থনৈতিকভাবে এগিয়ে যাবার জন্য ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের বিকল্প নেই।”

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান।