দুবাই রুটে দুই দিন বাড়তি ফ্লাইট চালাবে বিমান

ঢাকা-দুবাই রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি আগামী ১১ ও ১২ জানুয়ারি দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2022, 10:11 AM
Updated : 9 Jan 2022, 10:11 AM

রোববার বেলা আড়াইটা থেকে ওই ফ্লাইটগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, ‘যাত্রীদের চাহিদা বেড়ে যাওয়ার কারণে এবং প্রবাসীদের সুবিধার্থে’ এ দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। দুই দিনই ফ্লাইট বিজি ৪০৪৭ সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে দুবাই পৌঁছাবে সেখানকার সময় বিকাল সাড়ে ৩টায়।

মহামারীর মধ্যে দুবাইয়ের ভ্যমণ বিধি অনুযায়ী কোভিড টেস্ট ও অন্য সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ফ্লাইট ছাড়ার আট ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ওই দুটি ফ্লাইটের ইকোনমি ক্লাসের একমুখী যাত্রায় প্রতি টিকেটের সর্বোচ্চ মূল্য (ট্যাক্সসহ) ৬৫ হাজার ৩২৯ টাকা এবং বিজনেস ক্লাসের ট্যাক্সসহ সর্বনিম্ন মূল্য ৮৬ হাজার ৫৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বিমানের যে কোনো সেলস অফিস, বলাকায় প্রধান কার্যালয়ের সেলস সেন্টার ও বিমান কল সেন্টার- ০১৯৯০৯৯৭৯৯৭ এর মাধ্যমে টিকিট কেনা যাবে। এ ছাড়া অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট কিনতে পারবেন যাত্রীরা।