মেরিল পেট্রোলিয়াম জেলির ‘ভিন্নধর্মী’ প্রচারণা

শীতে মেরিল পেট্রোলিয়াম জেলির বিক্রি বাড়াতে ‘ভিন্নধর্মী’ প্রচারণা শুরু করেছে স্কয়ার গ্রুপের কোম্পানি স্কয়ার টয়লেট্রিজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2021, 01:48 PM
Updated : 6 Dec 2021, 01:48 PM

‘পকেটে কী, ভিটামিন সি’ শীর্ষক এ প্রচারণা ইতিমধ্যে অনেকের নজর কেড়েছে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কয়ার টয়লেট্রিজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছুদিন ধরে ঢাকার বিভিন্ন দেয়ালে ‘পকেটে কী, ভিটামিন সি’ লেখাটা অনেকের নজরে পড়েছে, যা ছিল মেরিল পেট্রোলিয়াম জেলির নতুন বিজ্ঞাপনের প্রচারণার একটি অংশ।

মডেল ও অভিনেতা আরেফিন শুভকে নিয়ে বানানো বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে জানানো হয়, এ বিজ্ঞাপনের প্রচারণায় পরিবেশের কথাও মাথায় রেখেছে স্কয়ার টয়লেট্রিজ।

দেশে প্রথমবারের মতো কোম্পানিটি ঢাকার বিভিন্ন স্থানে মেরিল পেট্রোলিয়াম জেলি যে বিশেষ ধরনের লাইটিং কাট-আউট স্থাপন করছে, তা সম্পূর্ণ ‘সোলার প্যানেলের’ মাধ্যমে চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর ফলে প্রচারণার এ দিকটি যেমন দৃষ্টিনন্দন, তেমনই পরিবেশবান্ধব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীতে ত্বকের শুষ্কতা দূর করতে প্রয়োজন ভিটামিন সি। তাই ত্বকের সম্পূর্ণ সুরক্ষা দিতে মেরিল পেট্রোলিয়াম জেলি তৈরি করা হয়েছে, লেবুর নির্যাস ও ভিটামিন সি এর গুণ দিয়ে।