ফিনটেক অ্যাওয়ার্ডে বিকাশের ৭ পুরস্কার

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে প্রথম ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে’ চার ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে নিয়েছে মোবাইলে আর্থিক সেবাদানকারী কোম্পানি বিকাশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2021, 02:23 PM
Updated : 29 Nov 2021, 02:23 PM

এছাড়া তিনটি ক্যাটাগরিতে বিকাশের তিনটি সেবা ‘অনারেবল মেনশন’ পুরস্কার জিতেছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।

ফিনটেক অ্যাওয়ার্ডে টেকনোলজি ক্যাটাগরিতে ‘বিকাশ ম্যাপ’, রেমিটেন্স সেবা ক্যাটাগরিতে বিকাশের ‘রেমিটেন্স সেবা’, পেমেন্ট ক্যাটাগরিতে বিকাশের ‘পে বিল’ সেবা এবং মোবাইল মানিতে বিকাশের ‘অ্যাড মানি’ সেবা এ বছরের সেরা উদ্ভাবনের স্বীকৃতি পেয়েছে।

পাশাপাশি, পেমেন্ট ডিজিটাইজেশন, ডোনেশন সেবা ও আর্থিক অন্তর্ভুক্তিতে ‘অনারেবল মেনশন’ পেয়েছে বিকাশ।

প্রথমবারের মত আয়োজিত ফিনটেক অ্যাওয়ার্ডে একশর বেশি কোম্পানি বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। গত শনিবার ঢাকার একটি হোটেলে ১১টি ক্যাটাগরিতে ২৬ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিকাশের পক্ষ থেকে চিফ কমার্শিয়ার অফিসার আলী আহম্মেদ এবং চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী পুরস্কার গ্রহণ করেন।

বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক আবদুল মোমেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য ইমরান রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।