বিকাশ পেমেন্টে র‍্যাবিটহোলে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

ক্রীড়া বিষয়ক দেশীয় অ্যাপ র‍্যাবিটহোলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আসন্ন টি-২০ বিশ্বকাপ ও ইংলিশ লীগের ফুটবল খেলা সরাসরি দেখা যাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2021, 05:04 PM
Updated : 14 Oct 2021, 05:04 PM

এজন্য ‌র‌্যাবিটহোলে বিকাশের মাধ্যমে মাসিক ৯৯ টাকা অথবা দৈনিক ২০ টাকা পেমেন্ট করতে হবে।

এ বিষয়ে বিকাশ ও র‌্যাবিটহোলের মধ্যে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন বিকাশ’এর হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে বিকাশ ও র‍্যাবিটহোলের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানান তিনি।

এসময় র‍্যাবিটহোলের প্রধান নির্বাহী কর্মকর্তা আ স ম রফিক উল্লাহ, পরিচালক জিয়াউদ্দিন আদিল এবং বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডালিম বলেন, “র‌্যাবিটহোলে বাংলাদেশি দর্শকরা মাসিক ও দৈনিক ভিত্তিতে প্যাকেজ কিনে খেলা দেখতে পারবেন।”

বিকাশের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, র‌্যাবিটহোলের প্যাকেজ কেনার জন্য র‌্যাবিটহোলবিডি অ্যাপে প্রবেশ করে সাবস্ক্রাইব অপশনে গেলে প্যাকেজ অপশন আসবে। এরপর প্যাকেজ নির্বাচন করে বিকাশের সংশ্লিষ্ট নম্বর দিয়ে ওটিপি দিলেই প্যাকেজ হয়ে যাবে।

এবারের টি-২০ বিশ্বকাপে ডিজিটাল ব্রডকাস্টার হিসেবে বাংলাদেশ থেকে অফিসিয়াল সম্প্রচারের স্বত্ব পেয়েছে র‍্যাবিটহোল।