নগদের ১০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট পুনঃসচল

অস্বাভাবিক ও অসমাঞ্জস্যপূর্ণ লেনদেনের কারণে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়া ‘নগদ’ অ্যাকাউন্টের মধ্য থেকে কয়েক দফায় আরও সাড়ে পাঁচ হাজারের বেশি পুনরায় সচল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2021, 05:49 PM
Updated : 15 Sept 2021, 05:49 PM
‘নগদ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ে পুনঃসচল হওয়া অ্যাকাউন্টের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে কয়েক দফা যাচাই-বাছাই ও নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যাকাউন্টগুলো পুনরায় সচল করা হয়েছে বলে নগদ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একইভাবে গ্রাহকদের দেওয়া তথ্য মার্চেন্টের সঙ্গে ক্রস-ভ্যারিফিকেশনের মাধ্যমে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে বাকি অ্যাকাউন্টগুলোর পুনঃসচল করা হবে।

সাম্প্রতিক সময়ে কিছু ই-কমার্স প্ল্যাটফর্মে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন দেখা দিলে হলে গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতে নগদ’র সয়ংক্রিয় ব্যবস্থায় নগদের কিছু অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে অচল হয়ে যায়।

নগদ জানিয়েছে, ইতোমধ্যে পুনরায় চালু হওয়া অ্যাকাউন্টগুলোতে আগের মতোই স্বাভাবিক নিয়মে সব ধরনের লেনদেন করাসহ ‘নগদ’ এর সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকরা।