আবির আবেদিনকে ‘অনন্য মেধাবী’ সম্মাননা দিল এসিআই পিওর সল্ট

দেশের প্রথম সার্চ ইঞ্জিন ‘সার্চ বিডি ডট নেট’ এর উদ্ভাবক অষ্টম শ্রেণির ছাত্র আবির আবেদিন খানকে ‘অনন্য মেধাবী’ সম্মাননা দিয়েছে এসিআই পিওর সল্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 02:23 PM
Updated : 5 August 2021, 02:23 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, এসিআই পিওর সল্ট অনন্য মেধাবী ক্যাম্পেইনের আওতায় দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য মেধাবীদের স্বীকৃতি দিচ্ছে। এই ক্যাম্পেইনের আওতায় আবিরকে সম্প্রতি এই সম্মাননা দেওয়া হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের সরকারী মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আবির আবেদিন খান মাত্র ১৪ বছর বয়সে অনন্য মেধা ও অদম্য সাহসের জোরে তৈরি করেছে দেশের প্রথম সার্চ ইঞ্জিন ‘সার্চ বিডি ডট নেট’।

তার এই অসাধারণ কাজের জন্য তাকে ‘অনন্য মেধাবী’ সম্মাননা দেওয়া হয়।

এসিআই পিওর সল্ট বিশ্বাস করে এই মেধাবীরাই সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশের পথ প্রদর্শক।

এসিআই জানায়, এই ক্যাম্পেইনের মাধ্যমে শুধু আবিরই নয়, দেশের নানা প্রান্তে ছড়িযে ছিটিয়ে থাকা অসংখ্য মেধাবীদের উজ্জীবিত করাই ‘এসিআই পিওর সল্ট অনন্য মেধাবী’ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।