বাটারফ্লাই গ্রুপের চেয়ারম্যান এম এ মান্নানের মৃত্যু

বাটারফ্লাই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ মান্নান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2021, 05:32 PM
Updated : 9 June 2021, 05:32 PM

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমএ মান্নান।

৮২ বছর বয়সী মান্নান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১৯৮৭ সালে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড প্রতিষ্ঠা করা এম এ মান্নান পরে ১৯৯৫ সালে গ্লোবাল ব্র্যান্ড এলজির পরিবেশক হিসেবে বাংলাদেশে কনজ্যুমার ইলেকট্রনিক্সের রিটেইল ব্যবসা শুরু করেন।

বাটারফ্লাই গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার জোহরের নামাজের পর ঢাকার গুলশান আজাদ মসজিদ এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে এমএ মান্নানের দুই দফা জানাজা হয়। পরে শ্রীপুরের গাড়ারণ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।