ইসলামী ব্যাংকের মোহনগঞ্জ শাখা ও ৬টি উপশাখা উদ্বোধন

নেত্রকোণার মোহনগঞ্জে ইসলামী ব্যাংকের ৩৭৪তম শাখা উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2021, 06:18 PM
Updated : 30 May 2021, 06:18 PM

এছাড়া ঢাকার জিগাতলা ও গ্রিনরোড, নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড, কিশোরগঞ্জের গাইটাল, পিরোজপুরের স্বরুপকাঠী ও মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে ছয়টি নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, রোববার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে শাখা ও উপশাখাগুলো উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম।

মুনিরুল মওলা বলেন, “কোভিড-১৯ দুর্যোগের এই সময়ে বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্দেশনার আলোকে সরকার ঘোষিত প্রণোদনা ও অগ্রাধিকার খাতে বিনিয়োগের কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে ইসলামী ব্যাংক।”

নতুন স্বাভাবিকতার এই সময়ে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের সাথে কৃষি ও কৃষিভিত্তিক শিল্প ওতপ্রোতভাবে জড়িত।

মোহনগঞ্জ এলাকা দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার কথা উল্লেখ করে তিনি বলেন ইসলামী ব্যাংক নতুন এই শাখার মাধ্যমে এই অঞ্চলের ব্যবসার প্রসার ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

এমডি বলেন, ইসলামী ব্যাংক বর্তমানে ৩৭৪টি শাখা, ১৮৭টি উপশাখা, ২ হাজার ৩২৯টি এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদান করছে।

ইসলামী ব্যাংক ১ লাখ ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ (ক্রেডিট) কার্যক্রম পরিচালনা করছে।

এসময় তিনি ইন্টারনেট ব্যাংকিং ও সেলফিন অ্যাপসহ অন্যান্য প্রযুক্তিসমৃদ্ধ সেবা ছড়িয়ে দিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।