৫ হাজার পরিবারকে বিকাশের খাদ্য সহায়তা

গত বছরের মতো এবারও করোনাভাইরাস মহামারীতে সঙ্কটে পড়া পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের সবচেয়ে  বড় মোবাইল ফিনান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2021, 11:41 AM
Updated : 13 May 2021, 11:41 AM

বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে এই সহায়তা বিতরণ করা হচ্ছে বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

বুধবার সেনাকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ওয়েলফেয়ার) এয়ার কমডোর এম মইনুদ্দিনের হাতে সহায়তার খাদ্যসামগ্রী তুলে দেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

বাছাই করা পরিবারগুলোর কাছে এই সহায়তা ঈদের আগেই পৌঁছে যাবে  বলে আশা করছে বিকাশ।

প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ১ কেজি চিনি, আধা কেজি সেমাই ও দুটি সাবান দেওয়া হচ্ছে। এতে মোট ব্যয় হচ্ছে ৩৫ লাখ টাকা।

গতবছরও মে মাসে সেনাকল্যাণ সংস্থার মাধ্যমে পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছিল বিকাশ।

এছাড়া কোভিড-১৯ চিকিৎসায় সক্ষমতা বাড়াতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৩০টি হাই-ফ্লো অক্সিজেন ভেন্টিলেটর দেওয়া হয় বিকাশের পক্ষ থেকে।

পাশাপাশি বারডেমের সহযোগী ডায়বেটিক হাসপাতাল (বিআইএসইচএস জেনারেল হাসপাতাল)-এ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করে দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।