ঈদের আগে দুই দিন খোলা ব্যাংক

ঈদের ছুটির আগে মঙ্গল এবং বুধবার লেনদেন হবে বাংলাদেশের ব্যাংকগুলোতে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2021, 01:05 PM
Updated : 10 May 2021, 01:05 PM

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গল এবং বুধবার লেনদেন হওয়ার পরে বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে ব্যাংক। ঈগেদর তিনদিন ছুটির পর রোববার খুলবে ব্যাংকগুলো।

সরকারি পঞ্জিকায় এবার ঈদের ছুটি ধরা হয়েছে ১৩-১৫ মে। এর মধ্যে শেষ দুদিন (শুক্র, শনিবার) পড়েছে সাপ্তাহিক ছুটি।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদের ছুটির হিসাবে এক দিন এদিক-ওদিক হতে পারে। তবে মহামারীর মধ্যে এবার ঈদুল ফিতরের ছুটি তিনদিনের বেশি হবে না বলে জানিয়ে দিয়েছে সরকার।

এই ছুটিতে সবাইকে সবার কর্মস্থলে ঈদ উদযাপন করতে বলা হয়েছে।