স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রাহকদের পক্ষ থেকে ৭ হাজার পরিবারে খাদ্য বিতরণ

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকদের পক্ষ থেকে কোভিড -১৯ এর বিরূপ প্রভাবে জীবিকা হারানো ৭ হাজারেরও বেশি পরিবারের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 06:30 PM
Updated : 8 May 2021, 06:30 PM

বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে এই খাবারগুলো তৈরি এবং সারা ঢাকা শহরে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

ব্যাংকটির বাংলাদেশের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেন, “প্রতি রমজানে গ্রাহকদের আমাদের এক সঙ্গে ইফতার করার সৌভাগ্য হয়েছে। কিন্তু এ বছর আমাদের সে সৌভাগ্য না হলেও আমাদের গ্রাহকদের পক্ষ থেকে পবিত্র মাসে দুস্থদের মাঝে খাদ্য সাহায্য পৌঁছে দিতে পেরে আমরা ভাগ্যবান মনে করছি। “

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়নে অংশীদারিত্ব থেকে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশজুড়ে তৃণমূল সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সহায়তা করে যাচ্ছে।