গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতাল উদ্বোধন

মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 04:10 PM
Updated : 24 Feb 2021, 04:10 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামদর্দ জানায়, গজারিয়ায় হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম।

অনুষ্ঠানে ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও সাবেক সচিব কাজী গোলাম রহমান, বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ খান, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য আবু তৈয়ব মো. জহিরুল আলম এবং আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়াও ছিলেন।

স্বাগত বক্তব্য উপস্থাপন করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক মাহবুবুল আলম চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।

আলোচনা সভা ও হামদর্দ জেনারেল হাসপাতালের ফলক উন্মোচনের পর প্রতিষ্ঠানটির আঙিনায় বৃক্ষরোপণ করেন ধর্মপ্রতিমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে এই প্রথম ইউনানী, আয়ুর্বেদিক এবং এ্যালোপ্যাথিক চিকিৎসার সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করলো হামদর্দ জেনারেল হাসপাতাল।