ক্রিকেট দলের ‘স্পন্সর’ হওয়া ছিল স্বপ্ন: ইভ্যালি সিইও

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আগামী মাসের নিউজিল্যান্ড সফরে পৃষ্ঠপোষকতা করছে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2021, 03:52 PM
Updated : 22 Feb 2021, 03:59 PM

একই সাথে বাংলাদেশ দলের কিট স্পন্সর হয়েছে ইভ্যালির সহযোগী প্রতিষ্ঠান ই-ফুড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানায়, সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ‘স্পন্সর’ প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন স্পন্সরের জার্সিতে ফটোশুটও করেন নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে থাকা ক্রিকেটাররা।”

অনুষ্ঠানে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, “ইভ্যালি শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং আমাদের স্বপ্ন ছিল অন্যান্য টিমগুলোর স্পন্সর যেমন প্রযুক্তিভিত্তিক কোম্পানি থেকে আসে, আমাদেরও আসবে।”

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে এবং দুইটি টি টোয়েন্টির অফিশিয়াল স্পন্সর হয়েছে ইভ্যালি।”

জাতীয় দলের পৃষ্ঠপোষক হওয়ায় ইভ্যালিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও চিফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসেন, চিফ অপারেটিং অফিসার এইচ এম তারিকুল কামরুলসহ বিসিবি ও ইভ্যালির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।