জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল ইস্পাহানি টি

‘জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার’ পেয়েছে ইস্পাহানি টি লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2021, 07:29 PM
Updated : 18 Feb 2021, 07:29 PM

২০১৯ সালের জন্য শিল্প মন্ত্রণালয়ের দেওয়া এ পুরস্কারে বৃহৎ শিল্প (ফুডস) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে এ ব্যবসা প্রতিষ্ঠান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্পাহানি টি বলেছে, এ পুরস্কার তাদের উৎপাদনশীলতা ও পণ্যের মান উন্নয়নে ‘উত্তরোত্তর সাফল্যের স্বীকৃতি’।

সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৩১টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন।

ইস্পাহানির পক্ষে পুরস্কার এবং সম্মাননা গ্রহণ করেন ইস্পাহানি টি লিমিটেডের মহা ব্যবস্থাপক ওমর হান্নান।

দেশের অন্যতম পুরনো এই শিল্প গ্রুপ এ বছর উপমহাদেশে তাদের ব্যবসার ২০০ বছর উদযাপন করছে।

ইস্পাহানি টি লিমিটেড চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এক বিবৃতিতে বলেন, “আমরা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন বাস্তবায়ন এবং পণ্যের মান ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”