ভুটানের সঙ্গে পিটিএ ডিসেম্বরে
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2020 11:10 PM BdST Updated: 26 Nov 2020 11:10 PM BdST
-
বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ইসা ইউসেফ আল-দুহাইলান বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বাড়াতে ডিসেম্বরে প্রতিবেশী দেশ দুটির মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি-পিটিএ স্বাক্ষরিত হবে।
বাংলাদেশে ভুটানের নতুন রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান।
সেখানে এনিয়ে আলোচনা
হয় বলে বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।
ভুটানের রাষ্ট্রদূত বলেন, পিটিএ’র সব প্রয়োজনীয়
প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী মাসে এটি স্বাক্ষরিত হবে।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক ভুটানে খুব জনপ্রিয় বলে জানান তিনি।
কুয়েন্টসিল বলেন, “বাংলাদেশ শুধু আমাদের বন্ধুই নয়,আমাদের ব্যবসায়ী অংশীদারও।”
বাংলাদেশে বহু ভুটানি শিক্ষার্থী অধ্যয়নের কথাও বলেন তিনি।
কুয়েন্টসিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বলে প্রেস সচিব ইহসানুল করিম জানান।
ভুটানকে একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ হিসেবে ভুটানের কথা স্মরণ করেন তিনি।
দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে এই সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ভুটান
দ্বিপক্ষীয় স্বার্থে সৈয়দপুর বিমানবন্দরসহ বাংলাদেশের বিমানবন্দরগুলোর পাশাপাশি
চট্টগ্রাম ও মংলার মতো সমুদ্রবন্দরগুলোও ব্যবহার করতে পারে।
বৈঠকে করোনাভাইরাস মহামারী নিয়েও আলোচনা হয় বলে প্রেস
সচিব জানান।
রাষ্ট্রদূত জানান,ভুটানে
এখন পর্যন্ত ৩৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও কেউ মারা যায়নি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে প্রশাসন, সশস্ত্র
বাহিনী, পুলিশ, বিজিবির পাশাপাশি তার দলের নেতাকর্মীসহ সব শ্রেণি ও পেশার মানুষ
কোভিড-১৯ মোকাবেলায় একসাথে কাজ করছেন।
সরকার মানুষের খাদ্য
নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতকে সর্বাধিক প্রাধান্য দিচ্ছে বলে জানান তিনি।
এই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব
মো.তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
-
তৈরি পোশাকের ক্রেতাদের সুদৃষ্টি চাইলেন বাণিজ্যমন্ত্রী
-
‘ডানো গ্রোথ শক্তি’ নিয়ে এলো আরলা
-
এসআইবিএলের সম্মেলনে প্রযুক্তি নির্ভরতায় জোর
-
বঙ্গবন্ধুর সমাধিতে ইসলামী ব্যাংকের নতুন এমডির শ্রদ্ধা
-
চালের বাজারে লাগাম, ‘ছুটছে’ তেলের দাম
-
বঙ্গবন্ধু শিল্প নগরে ৩০ একর জমি পেল বার্জার পেইন্টস
-
টিকে থাকাই দায়, বলছেন পোশাক রপ্তানিকারকরা
-
মহামারীর মধ্যে ওয়ালটন টিভি রপ্তানি ‘১০ গুণ বেড়েছে’
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল-মেহেদি
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- তামিম-সাকিবের ব্যাটে রান