যাত্রী নেই, কলকাতা ও চেন্নাই ফ্লাইট বন্ধ করছে বিমান

কোভিড-১৯ মহামারীর মধ্যে যাত্রী না পাওয়ায় ভারতের কলকাতা ও চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 10:05 AM
Updated : 9 Nov 2020, 10:05 AM

রাষ্ট্রায়ত্ত এই বিমান পরিবহন সংস্থার জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যাত্রী সঙ্কটের কারণে’ ১২ নভেম্বর থেকে বিমান কলকাতায় কোনো ফ্লাইট পরিচালনা করবে না। আর ১৫ নভেম্বর থেকে ঢাকা-চেন্নাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার কথা থাকলেও সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে আট মাস ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় দিল্লী, কলকাতা ও চেন্নাই রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল বিমান।

সে অনুযায়ী ২৯ অক্টোবর ঢাকা-দিল্লি-ঢাকা এবং ১ নভেম্বর ঢাকা-কোলকাতা-ঢাকা রুটে বিমান যাত্রী পরিবহন শুরু করে। এরপর ১৫ নভেম্বর থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা ফ্লাইট চালুর কথা ছিল।

তাহেরা খন্দকার বলেন, দিল্লীতে প্রথমে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হলেও এখন তা কমিয়ে সপ্তাহে দুটি করা হয়েছে।

যে কোনো সময় বিমানের দিল্লী ফ্লাইটও স্থগিতের ঘোষণা আসতে পারে বলে শোনা গেলেও তাহেরা খন্দকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।