মিউচুয়াল ফান্ড আনছে মার্কেন্টাইল ব্যাংক, বন্ডও ছাড়ছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে, পাশাপাশি ৭০০ কোটি টাকার বন্ডও ছাড়বে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 04:48 PM
Updated : 15 Oct 2020, 06:49 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মার্কেন্টাইল ব্যাংক এ তথ্য জানায়।

মার্কেন্টাইল ব্যাংক একটি বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে আনতে চায়, যার আকার হবে ৫০ কোটি টাকা।

এর ১০ শতাংশ টাকা মার্কেন্টাইল ব্যাংক দেবে। বাকি ৪০ কোটি টাকা পুঁজিবাজার থেকে তোলা হবে।

এমবিএল অ্যাসেট ম্যানজেম্যান্ট লিমিটেড এই ফান্ডের ব্যবস্থাপনায় থাকবে।

এর জন্য তারা এখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমতি চাইবে।

বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমতি দিলে তখন তারা এই মিউচুয়াল ফান্ড বাজারে আনতে পারবে।

এর বাইরে তাদের মূলধন ভিত্তি শক্তিশালী করার জন্য তারা ৭০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায়। এজন্যও অনুমতি চাইবে তারা।

২০০৪ সালে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার এখন লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৯ অর্থবছরে ২২২ কোটি ১৯ লাখ টাকা মুনাফা করে মার্কেন্টাইল ব্যাংক বিনিয়োগকারীদের লভ্যাংশ হিসেবে দিয়েছে প্রতি ১০০ শেয়ারে নতুন ৫টি করে শেয়ার এবং প্রতি শেয়রে ১ টাকা ১০ পয়সা ।

পুঁজিবাজারে এ কোম্পানির ৯৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ২১৭টি শেয়ার আছে।

এর মধ্যে ৩৯ দশমিক ৩৭ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮ দশমিক ৫২ শতাংশ, বিদেশিদের হাতে ৪ দশমিক ৮৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৭ দশমিক শূন্য ২৬ শতাংশ শেয়ার আছে।

ব্যাংকটির বর্তমান বাজার মূলধন ১ হাজার ২২০ কোটি ১ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৯৮৪ কোটি ১ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১ হাজার ১০৯ কোটি ৯৫ লাখ টাকা।