৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ আমদানিতে শুল্ক থাকছে না

আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2020, 02:36 PM
Updated : 22 Sept 2020, 02:36 PM

মঙ্গলবার প্রকাশিত একটি গেজেটে বলা হয়েছে, সরকার জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শক্রম জনস্বার্থে পেঁয়াজের ওপর আরোপনীয় সমুদয় আমদানি শুল্ক অব্যাহতি প্রদান করিল। সরকারের এই সিদ্ধান্ত আগামী ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে গত রোববার প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের কথা জানিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

গত ৭ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের বাজারে এই খাদ্যপণ্যের দাম দ্বিগুণের মতো বেড়েছে। এখন বিকল্প দেশ খুঁজে পেঁয়াজ আমদানির জন্য ব্যবসায়ীদের উৎসাহিত করতে আমদানি শুল্ক তুলে নিল সরকার।