বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান  হাসেম

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক আবুল হাসেম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2020, 05:58 PM
Updated : 14 Sept 2020, 05:58 PM

আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল হাসেমকে আগামী ৩ বছরের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে সরকার।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

অধ্যাপক হাসেম দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান।

২০১০ সাল থেকে ডিএসইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবুল হাসেম। পরে ২০১৭ সালে ফেব্রুয়ারি মাসে ডিএসইর চেয়ারম্যন নির্বাচিত হয়ে তিন বছর দায়িত্ব পালন করেন।

আবুল হাসেম বাংলাদেশ বিশবিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সিনেট সদস্য, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ শিল্প ব্যাংকের পরিচালক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে এমকম ডিগ্রি নিয়ে সাবেক সোভিয়েত রাশিয়ার মস্কো ইনস্টিটিউট অব ন্যাশনাল ইকোনমি থেকে পিএইচডি ডিগ্রি নেন।