বাজাজ কেটিএম আনছে রানার

ভারতের বাজাজের কেটিএম ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশে বিক্রি করবে রানার অটোমোবাইল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2020, 01:49 PM
Updated : 6 August 2020, 01:49 PM
পুঁজিবাজারে তালিকাভুক্ত রানারের সঙ্গে বাজাজ অটো লিমিটেডের এই সংক্রান্ত চুক্তি সই হচ্ছে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

রানার অটোমোবাইল জানিয়েছে, চুক্তি হলে কেটিএম ব্র্যান্ডের মোটরসাইকেল চার ভাবে বাংলাদেশে আসবে।

কিছু আসবে সম্পূর্ণ তৈরি অবস্থায়, কিছু আসবে প্রায় তৈরি অবস্থায়, কিছু আসবে বিভিন্ন যন্ত্রাংশ হয়ে। এছাড়া আসবে যন্ত্রাংশ, যা রানার দেশে সংযোজন করবে।

অস্ট্রিয়ার ব্র্যান্ড কেটিএম মূলত ‘অফ রোড’ মোটরসাইকেল তৈরি করে থাকে।

রানার অটোমোবাইল বাংলাদেশে মোটরসাইকেল তৈরি করে বিক্রি করে। পাশাপাশি তারা ভেসপা ও এপ্রিলা ব্র্যান্ডের মোটরসাইকেল আমদানি করে বিক্রি করে। তারা ভেসপা ব্র্যান্ডের থ্রি হুইলারও বিক্রি করে।

রানার অটোমোবাইল বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৯ সালে। ২০১৯ সালে তারা মুনাফা করে ৫০ কোটি টাকা।