ইউএস-বাংলার টিকেটে মূল্যছাড়

মহামারীর মধ্যে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে অভ্যন্তরীণ রুটের টিকেট কিনলে ভাড়ার উপর ১২ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2020, 08:23 AM
Updated : 11 July 2020, 08:23 AM

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ছাড়া কার্যকর থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি বিমান পরিবহন কোম্পানিটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্কাইস্টার গ্রাহকরাও ৩১ ডিসেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ রুটে একই মূলছাড় পাবেন বলেও জানানো হয়।

অভ্যন্তরীণ রুটে এখন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর এবং আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে গুয়াংজুতে সপ্তাহে একটিমাত্র ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

ইউএস-বাংলার বিমান বহরে ১৩টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে।